কবিতায়নে সন্দীপ গাঙ্গুলী
ইচ্ছে হলে
ইচ্ছে হলে খবর রাখিস
বারান্দার ঐ দখিণ দ্বারে,
নিঝুম কোন রাতের পরে
সুখ বিলাসের অহঙ্কারে।
ইচ্ছে হলে খবর রাখিস
মেঘ ভরা ঐ সাঁঝের পরে
মন খারাপের বৃষ্টি মেখে
হাল ছাড়া কোন তরীর পরে।
ইচ্ছে হলে খবর রাখিস
শিউলি ফুলের অগোচরে,
জোৎস্না যেথায় একলা ঘরে
লুটিয়ে পরে মনের ধারে।
ইচ্ছে হলে খবর রাখিস
হারিয়ে ফেলা পলকটিরে
সময় যেথায় থমকে দাঁড়ায়
নষ্টালজিক গানের সুরে।।