কবিতায়নে শৈলেন চৌনী
by
TechTouch Talk
·
Published
· Updated
ফাঁসুড়ে
কারা যেন শিস্ দেয়, আর্দ্র সন্ধ্যার প্রহরে
বিধি ভাঙা পাখিদের ডাক।অনুবাদ করি
পহেলা রোদের দিনে, তবু এমন ছিল না স্বর
দেহজ বলয় ছিল, খাঁ খাঁ মার্বেলের মাঠ
আজ দেখি ক্রমশ হরিণ থেকে,
খুলে যাচ্ছে তামাম চামড়া —
মাটির শরীর থেকে
খুলে যাচ্ছে ঠাঁট…