কবিতায়ণে শমীক সেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ফ্লপ শো
একটা উদ্বেগ থেকে আরো একটা উদ্বেগে যেতে যেতেই ফুরিয়ে যাচ্ছে শো। পপকর্ন আর চিপস্ চিবোতে চিবোতেই কেটে গেলো, পর্দায় কত আলো কত ছায়ার সঙ্গে নাচলো, গাইলো, হাসলো, কাঁদলো। অথচ সেদিকে না গিয়ে মন শুধু চু কিত কিত খেলে গেলো, পকেটের ফুটো সারালো কতবার, আবার কতবার গোলাপের কাঁটায় ছিঁড়ে গেলো। পয়সার ঝনঝনে চমকে উঠলো নবীনকিশোর আর তার ভোরবেলা ভোঁকাট্টা হয়ে লটকে গেলো বান্ধবীগাছে।
মিইয়ে যাওয়া চিঁড়েভাজা চিবোতে চিবোতে দিন নিভে গেলো, বালির উপর হাওয়ার আলপনা ভৌতিক হয়ে ওঠে রাত যত গভীর হয় তত।