• Uncategorized
  • 0

কবিতায় শঙ্খশুভ্র পাত্র

বৃক্ষ

হেমন্তের ভোর, তুমি জানবে কি ঈশ্বরীয় টান ?
ডাক যে এসেছে, প্রিয় ৷ সাড়া দিতে খুব ইচ্ছে করে ৷
লেখাহারা কতদিন — একা-একা শূন্যতার ঘরে
বিষণ্ণ-হৃদয় নিয়ে বসে আছি ৷ সহজিয়া গান
সহজে আসে না ৷ দুঃখ, ডানা মেলে উড়ে যায় দূরে ৷
দিগন্ত ঘনায়, মেঘে — অন্তহীন আবেগের দ্বারা
কিছু যে রচিত হয় সন্ধ্যাকাশে, সেই চাঁদ-তারা
আনন্দে মেতেছে, হাওয়া — ঝিকিমিকি জোনাকির সুরে
প্রাণ পেয়ে আলাদিন ৷ দিনানুদিনের কাছে মতি ৷
এইভাবে রূপকথা — নিশীথিনী, হেমন্তের ঘোর
মনকে আকুল করে ৷ শাদাপাতা, আমি সেই তোর
সুরের ভুবনে একা, লেখা-খেলা — অনি:শেষ যতি…
ঈশ্বরীয় স্পর্শ মান —জানি সেই অভাবিত ডাক :
বলে, লেখো, বৃক্ষ হও — মেলে ধর পাতার পোশাক ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।