কবিতায়ণে গৌতম কুমার গুপ্ত
by
TechTouch Talk
·
Published
· Updated
কেন ডাকো?
কেন ডাকো হে পেলব পল্লব
অনুর্বরে দিয়েছো মন
ভাল হোক মাংসের শুশ্রুষা জীর্ণ যাহা
অপলক হাসি মুখ ফেরায় স্মৃতি
একদা ঝরেছিল শেফালী গোলাপ যুঁই
বরং ডেকে আনো তাকে
জ্বলুক পুনর্বার অগ্নিসম প্রোজ্জ্বল
ব্যথা ও অসুখে উপশম দিতে বলো
তুমিও ফিরে এসো প্রথাগত
নির্জনে গোপনে অথবা কোলাহলে
ছুঁয়ে থাকো ত্বকের সুষমে
আমৃত্যুকাল।