কবিতায়ণে গৌতম কুমার গুপ্ত by TechTouch Talk · Published October 12, 2019 · Updated October 10, 2019 কেন ডাকো? কেন ডাকো হে পেলব পল্লব অনুর্বরে দিয়েছো মন ভাল হোক মাংসের শুশ্রুষা জীর্ণ যাহা অপলক হাসি মুখ ফেরায় স্মৃতি একদা ঝরেছিল শেফালী গোলাপ যুঁই বরং ডেকে আনো তাকে জ্বলুক পুনর্বার অগ্নিসম প্রোজ্জ্বল ব্যথা ও অসুখে উপশম দিতে বলো তুমিও ফিরে এসো প্রথাগত নির্জনে গোপনে অথবা কোলাহলে ছুঁয়ে থাকো ত্বকের সুষমে আমৃত্যুকাল।Spread the love
0 অনুবাদ সাহিত্যে সোমনাথ রায় October 19, 2019 by TechTouch Talk · Published October 19, 2019 · Last modified October 17, 2019