কবিতায়ণে আবদুস সালাম

খোলা চিঠির নজরুল কে

প্রিয় নজরুল
পারিলে এসে দেখে যাও তোমার স্বপ্নের ভারতবর্ষ ।
আকাশে বাতাসে ভাসিয়েছে বিনাশ
বিষাদ উড়িতেছে পাড়া মহল্লায়
আমরা খুঁজিতেছি ইতিউতি করে তোমাকে
পারিলে একবার দেখে যাও তোমার স্বপ্নের ভারতবর্ষ ।
নর্দমা ঘেঁটে ঘেঁটে ক্লান্ত সিলিফিস জীবন
সংশয় ভাসিয়েছে দিকে দিকে
তুমি ই তো বলেছিলে” আমি সেই দিন হব শান্ত
যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ভাসিবেনা”
কৈ আজও তো থামিলো না নিপীড়িতের ক্রন্দন রোল
বরং অতিমাত্রায় হাজির হয়েছে নবনব রূপে
তোমার কাছে অনুরোধ
শোনাও তোমার মিলনের সুর
ভেসে যাক আবার পদ্মা মেঘনা যমুনা
একদিকে কবিগুরু অন‍্যদিকে তুমি
মাঝে নড়বড়ে সেতু
ঝড়ের তান্ডবে হারিয়ে ফেলেছি মূল্যবোধ
আবার এসে বলো
“একই বৃন্তে দুইটি কুসুম
হিন্দু মুসলমান”
এখনো জাগিলো না আমাদের মূর্খ বিবেক
ভাঙিয়া ফেলিতেছি বিদ‍্যাসাগরের মূর্তি
ছিঁড়িয়া ফেলিতেছি বিদ‍্যাসাগরের নীতিমালা
আজও ক্ষুধার রাজ্যে “পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি”
ক্ষণে ক্ষণে বাজিয়া উঠিতেছে রক্তাক্ত আয়ুর ধর্ম সঙ্গীত
সাম‍্যগান তাল ছাড়িয়া বেতালে বাজিতেছে
ষড়যন্ত্রের রঙে রঙিন হইতেছে তিরঙ্গা পতাকা
দেখে যাও নজরুল তোমার কান্ডারীর কি আজ দৈন্যদশা
অসহায় কান্ডারী ভুলিয়াছে সাঁতার
আবার ফিরে এসো নজরুল শোনা ও তোমার প্রেমের গান
মিলেমিশে একাকার হয়ে যায় আমরা
দিকে দিকে দেবতারা অস্ত্রে দিতেছে শান্
থরথর করিয়া কাঁপিতেছে মন্দির মসজিদের দরজা
ধর্মপুঁথি সব হয়েছে বস্তাবন্দি
ঝনঝন করিয়া বাজিতেছে অস্ত্র গান
চুরুলিয়া আজ কাঁদিয়েছে
হারিয়ে গিয়েছে তাদের সোনার ছেলে
ঘরে ঘরে সংগঠিত হইতেছে আত্মধ্বংসের বিপ্লব
বাজিতেছে বিভেদ আর অসাম‍্যের গান
দিশাহীন হয়ে চলেছি দিন দিন
সম্প্রীতির ভাবনা নেমে চলেছে পাতালে
বিশ্বাসের রশি দিয়ে উঠে আসিতেছে অবিশ্বাস
নিষিদ্ধ প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে নামিয়েছি পাতালে
ধর্মের অন্ধকারে আসিয়াছে আম্বানি
তছনছ হয়ে গিয়েছে সব ধর্ম কুটির
চিমটে আর ত্রিশূল হাতে ধর্ম ঘাতক দন্ডায়মান
রক্তাক্ত হইতেছে ধর্ম বেদী
দেখো নজরুল আমরা ধার্মিকের বেশ ধরছিলাম শুধু
মানুষ হইলাম না
এরই মাঝে যখন শুনি তোমার প্রেমের গান
বিশ্বাস আবার মাথা চাড়া দেয়
মানুষ কে মানুষ বলে চিনিতে পারিবে
তোমার বাবরী চুলের ঝলকানিতে লুকিয়ে আছে প্রেম
পারিলে একবার দেখে যাও তোমার ভারতবর্ষ কেমন করিয়া বাঁশি বাজাইতেছে
১১ই জৈষ্ঠ্য ২৫/০৫/২০২০
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।