একুশের একগুচ্ছ ছড়া চিত্তরঞ্জন সাহা চিতু

একুশের একগুচ্ছ ছড়া

          (ছড়া-১)

ভাষার জন্য শহীদ
চিত্তরঞ্জন সাহা চিতু
সব বাঙালীর প্রান,
বাংলা ভাষায় মাকে ডাকি
রং তুলিতে ছবি  আঁকি
মনের ভেতর ভালবাসার
মিষ্টি ফুলের ঘ্রাণ।
কবি লেখে গান কবিতা ছড়া,
আকাশ জুড়ে লক্ষ তারার
দু’ চোখ আলোয় ভরা।
বর্ণমালার আগুন ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
মিছিল চলে এই জনতার
বাহান্নর ঐ সালে।
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বীর বাঙালীর মনের আশা
প্রতিবাদে রাজপথে সব
মশাল হাতে কারা।
রক্ত দিলো দামাল ছেলে
হাসি মুখে কেউ বা জেলে
আজও অমর আনতে ভাষা
রক্ত দিলো যারা।

              (ছড়া-২)

ভাষার জন্য
        চিত্তরঞ্জন সাহা চিতু
বাংলা ভাষার জন্য সেদিন
উঠলো তুমুল ঝড়
ঝড়ের জোরে পশ্চিমাদের
ঘর হলো নড়বড়।
উর্দু হবে রাষ্ট্র ভাষা
কেউ কখন মানে,
খবরখানা সারা দেশে
ছড়ায় কানে কানে।
ক্ষেপলো মানুষ রাজপথে তাই
রক্ত তাদের ফোটে,
দলে দলে প্রাণের টানে
মিছিলে সব ছোটে।
পিচঢালা পথ রক্তে ভাসে
দামাল ছেলের কত লাশে
তাও থামেনি তারা,
বাংলা ভাষা আনলো সেদিন
রক্ত পলাশ যারা।
সেদিন থেকে শহীদ মিনার
সাজাই ফুলে ফুলে,
বীর সেনানীর ত্যাগের কথা
যাইনি আজও ভুলে।

         (ছড়া-৩)

ফাগুনে অাগুন ছড়ায়
চিত্তরঞ্জন  সাহা।
ফাগুন এলে অাগুন  ছড়ায়
বুকের মাঝে
রংয়ে রংয়ে  শহীদ  মিনার
তাইতো সাজে।
নগ্ন পায়ে প্রভাত  ফেরী
হয় সকালে
অাজো স্মতি বহন করে
কালে কালে।
বর্ণমালা অানলো  ফিরে
বাহান্নতে
রক্ত ঝরে দামাল ছেলের
রাজপথে।

         (ছড়া-৪)

।শহীদ মিনার
     চিত্তরঞ্জন সাহা চিতু
শহীদ মিনার শহীদ মিনার
বাহান্নরের স্মৃতি,
রফিক শফিক শহীদ ভাইয়ের
ভালবাসার প্রীতি।
শহীদ মিনার শহীদ মিনার
বাংলা ভাষার দাবি,
ইতিহাসের ভাবলে কথা
সুখটা খুঁজে পাবি।
শহীদ মিনার শহীদ মিনার
বর্ণমালার সারি,
প্রভাত ফেরী অামরা করি
দুঃখ স্মৃতি তারই।
শহীদ মিনারর শহীদ মিনার
অামরা পেলাম ভাষা,
বুকের মাঝে স্বপ্নে ঘেরা
গভীর ভালবাসা।

             (ছড়া-৫)

..ভাষা ও দেশের গান
চিত্তরঞ্জন সাহা চিতু
এই বাঙালি হাজার বছর
নিঃষ্পেষিত হয়,
ইতিহাসে সে সব স্মৃতি
করুণ দৃশ্যময়।।
ব্রিটিশেরা করতো নীল চাষ
কত চাষী হত তখন লাশ
প্রতিবাদে চলতো জুলুম
ছিলো চরম ভয়।।
অাসলো দেশে হায়েনার দল
ভাষা নেবে  কেড়ে,
খড়ক হাতে রক্ত নিতে
অাসলো ওরা তেড়ে।
ক্ষেপলো তখন দামাল ছেলে
রাজপথে তাই রক্ত ঢেলে
নেতার ডাকে অাগুন জ্বলে
সারা বাংলাময়।।
ভাষাও পেলাম দেশও পেলাম
বীর শহীদের তাইতো সেলাম
মন থেকে সব কাটলো অাঁধার
অামরা হলাম জয়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।