• Uncategorized
  • 0

এই সময়ের লেখায় ভজন দত্ত – সপ্তম পর্ব

করোনা – এক পাতি পাব্লিকের ডায়েরি

সপ্তম পর্ব

কান্নায় বাতাস ভারি হয়ে আসছে।দিল্লি থেকে উত্তর প্রদেশে ফিরে আসার পর সাধারণ মানুষদের গায়ে রাসায়নিক স্প্রে করার ছবি, ভিডিও, বিশ্বায়নের দুনিয়ায় করোনা ভাইরাসের মতোই পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেল আজই। এই স্প্রে যদি কিছুুুদিন আগে বিমানবন্দরে করা যেত, তাহলে কতগুলো মানুষ আরো কিছু দিন পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকতেন হয়তো!
আমাদের দেশে সেই ১৯৯১ থেকে বিলগ্নীকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার শেষ পরিণতি আমরা ইয়েস ব্যাঙ্কের ভরাডুবির সময় দেখেছি। আর এখন করোনা ভাইরাসের সংক্রমণে দেখছি তার শ্মশান যাত্রা।দেশের এই দুর্দিনে সেই বেসরকারি বাবুরা আজ কোথায়!টাটা কোম্পানি তাও একটা ভালো রকম অর্থ সাহায্য করার ঘোষণা করেছে। এছাড়া অন্যরা সব কোথায়! এইসময় তারা নিজেরাই নিজেদের হিসাব গোছাতে ব্যস্ত। ছাঁটাই নাকি শুরু হয়ে গেছে আই টি সেক্টরে।
পৃথিবী জুড়ে রাষ্ট্রের কাজ, রাষ্ট্রীয় সংস্থার গুরুত্ব মানুষ আবার নতুন করে উপলব্ধি করছেন।যে আমেরিকা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধ্বজাধারী ছিলো এতদিন, তারাও বুঝতে পারছেন তাদের সিস্টেমের দুর্বলতা। এক করোনাই তাদের অর্থনীতির শিরদাঁড়া দুমড়ে-মুচড়ে দিয়েছে।বিশ্বের গরীব দেশের মানুষ উন্নত দেশের মৃত্যু মিছিল সংবাদ জেনে যে ভয় পেয়েছে, তাই তাদেরকে গৃহে বন্দি থাকতে সাহায্য করেছে অনেকখানি।
যারা মনে করতেন রেশনের দোকান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বীমা,ব্যাঙ্ক, গণপরিবহন সবকিছুই বেসরকারীকরণ করে দিলে ভালো হয়।তারাই আজ রাষ্ট্রের কাছ থেকে দুহাত তুলে সাহায্য চাইছেন। কোনো বেসরকারি নার্সিংহোম করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর চিকিৎসা দিতে চাইবে কি?
আমাদের তো অনেকেরই অভিজ্ঞতা আছে, সিরিয়াস পেশেন্ট হলে নার্সিং হোমগুলি কীরকম তাদের ভর্তি না করে ফিরিয়ে দেয়। করোনা রোগের চিকিৎসায় ঝুঁকি ও বিনিয়োগ বেশি, লাভ কম। তো, তারা কেন করবে ঝুঁকির কাজ!
পুঁজিবাদী দুনিয়ার মানুষকে করোনা ভাইরাস নতুন করে ভাবতে বাধ্য করবে।পুঁজির বিনিয়োগ হলো পুঁজিবাদের অক্সিজেন। অর্থনীতিবিদদের অনুমান মূলধনের আকাল দেখা দেবে।দিক, তাতে আর পাতি পাব্লিকের কী!দিন যায় যদি এভাবেই যাক আমার সন্তান শুধু সুখে থাক। তিনফুটের সোশ্যাল ডিস্টেন্স শিখে নিচ্ছে আম আম সব পাব্লিক।
শূন্য গৃহ। মুক্ত বাতায়ন এবং চৈত্র পবন। ত্রিবেনী সঙ্গমে কোয়ারান্টাইনে থাকা অক্ষর উড়ে গেলেও লকডাউন লক আপ হয় না!
হ্যান্ডস আপ করে চলে গেছে যে বইটি তার পাতা উল্টে অকৃতদার বাতাস সংসারী হতে চাইলেও পাতি পাব্লিকের ছেঁড়া যায় না কিছুই…
(চলবে)

(তাং ৩০ /০৩ / ২০২০, রাত ১১-২৭)

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।