• Uncategorized
  • 0

উৎসব সংখ্যায় কবিতা – দেবপ্রসাদ মুখার্জী

অপথ্যালমিক টাইট্রেশন

জানালার রেলিংয়ে ঝুলছে দুটো নেশাতুর যুবতী চোখ ।
পৃথিবীর চতুষ্কোণ জুড়ে জমাট বাঁধা থকথকে কুমারী অন্ধকার ,
কেন্দ্রবিন্দুতে আলোর বিক্ষোভ সমাবেশ , অপটিক টাইট্রেসন ।
দুর্ভেদ্য কর্নিয়া ভেদ করে ঢুকে যাচ্ছে আলোর রেখা , জ্বলন্ত উল্কাপিণ্ডের
মত আঘাত হানছে স্নায়ুকলার মিডিয়াভেল হানাবাড়িতে;
চোখদুটো ঝুলতে ঝুলতে কালান্তরে গণধর্ষিতা , সতীত্বের বিচ্ছন্নতাবাদ ।
বির্নামের নাৎসি জঙ্গল ক্রম-আগ্রাসী কাইনেটিক এনার্জি হাতে ।
একা পড়ে থাকে ছিন্নমস্তা ডানসিনান্স বেজন্মা আমাজনের মত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।