উলি বাবা লে-তে সঙ্কর্ষণ ঘোষ
by
TechTouch Talk
·
Published
· Updated
ছোটদের জন্য কবিতা
সাগর
অনেক বড়োই তবু কাছের মানুষ
প্রণাম জানাই মন তাঁর মতো হোক,
প্রথম ‘অআ’-র তিনি ওড়ান ফানুস
অথচ বলেন তিনি সামান্য লোক।
ঝড়ের বারণ চিরে দুরন্ত নদ
যেই ছেলে ছুটে যান মায়ের এক ডাকে,
বিনয় সাগর তিনি আর আমরা হ্রদ
ঈশ্বর নাম তবে দেবো আর কাকে?