• Uncategorized
  • 0

“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বন্দনা পাল রায়

কবির গান্ধর্বী

আমায় তোমার মনে পরে, কবি?
জোড়াসাঁকোর বৈশাখী সেই ভোরে
গন্ধর্বলোকের এক অচেনা গান্ধর্বী,
এসেছিল তোমার চিহ্ন ধরে।
ঠাকুর বাড়ির ভিতর- বারান্দাতে,
জুঁইয়ের শাখা লতিয়ে যেত বেয়ে,
বাদল-দিনের অনেক কুঁড়ির সাথে
আমিও ছিলাম একখানি ফুল হয়ে।
আবার যখন শান্তিনিকেতনে,
বাঁধলে বাসা খোয়াই নদীর তীরে–
হাওয়া হয়ে ছাতিম বনে বনে
বয়ে যেতাম তোমায় ঘিরে ঘিরে।
আমি তোমার লেখায় ছিলাম ছেয়ে
আমিই তোমায় মগ্ন-মৃণালিনী।
আমিই তোমার সোনার তরীর নেয়ে,
তোমার চোখের বালি, বিনোদিনী।
যদিও তুমি আমায় গেছো ভুলে,
আমার তাতে আক্ষেপ নেই কোন—
কলমখানি আর রেখো না তুলে,
দোহাই কবি, এই কথাটি শোন।
সেই যে গেলে আর এলে না তুমি!
রাগ করেছো? কিম্বা অভিমান?
তুমিই আমার অস্তিত্বের ভূমি—
তুমি নইলে, আমারও নেই প্রাণ।
আজও তোমার ঘুম ভাঙেন, কবি?
ফিরে আসতে এখনো অনেক দেরি?
পথভোলা এক আমি সে গান্ধর্বী,
তোমায় ছাড়া কেমন করে ফিরি?
Spread the love

You may also like...

error: Content is protected !!