একশো বছর পর আমি তোমাকে লিখছি ,প্রিয় কবি
তোমাকে লেখার শেষ নাই
যেন দিগন্ত থেকে তুমি ডাকছ আয় , তোরা আয়
আমাদের বাঁচার ছন্দে তুমি কীভাবে ঢুকে আছো
প্রতিদিন ভাবি সরে যাবো , তবু প্রতিদিন আরো নিকটে হই
শেষ হয় না তোমার কথা শেষ হও না তুমি
জানি তুমি মানুষ ছিলে না , তুমি কবির কবি
প্রতি বৈশাখে তুমি নতুন হয়ে ওঠো
তোমার চিরহরিত্ বৃক্ষ কখনো পাতা ঝরা দেখেনি
তোমাকে নিয়ে গবেষণা করতে করতে
তোমার বিশ্ব-চেতনা মাখতে মাখতে
তোমার দর্শনে , তোমার মাধুর্যে , তোমার ভালোবাসায়
তোমার দুঃখ এবং শোকে কখন যে একাত্ম হয়ে উঠি
যেন ছেলেবেলার সেই রবি এসে আমাকে কবিতার পাঠ শেখায়
আমি এক নতুন পাঠশালা খুঁজে পেয়েছি , প্রিয় কবি
প্রিয় অভিভাবক
তোমার বাইরে যেতে পারি কই ,
তাই তোমার কাছেই রাখলাম এই অঞ্জলি , ভাবনার বিচক্ষণ