আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় বিদ্যুৎ রাজগুরু
by
·
Published
· Updated
মাতৃভাষা
ফুলের মালায় ঢাকছি যখন শহিদ বেদী
রফিক সালাম জব্বার বরকত দেখছে তখন সবই৷
কাঁদছে শোকে শহিদ বেদী
মাতৃভাষায় নেই আবাদী
আগুন পুড়ে হচ্ছে লাল
কে ধরবে তোমার হাল
ফাঁপা শরীর মিথ্যা সাজ
ভাষার উপর পড়ছে বাজ
তবুও আমি পাঁজর জুড়ে খুঁড়ছি মাটি
মাতৃভাষা সবার খাঁটি
এই মাটিতেই ফের হোক আবাদী
পলাশ ফুলে আগুন জ্বলে
কৃষ্ণচূড়ায় নতুন সাজ
সব ঋতুতে মাতৃভাষা
নতুন করে করুক রাজ৷