• Uncategorized
  • 0

অনুবাদে অনিন্দ্য রায়

জন্ম ১৯৭১, বাঁকুড়া নব্বই দশক থেকে লেখালেখি শুরু পেশা:চিকিৎসক প্রকাশিত বই: তিরিশে ফেব্রুয়ারি, স্পার্ক অ্যাভেনিউ, কাগজের হারপুন

হাইকু

জর্জ স্বেদে


৫১

পৃথিবীর কিনারায়
ওরা যায় সবাই সাদা মেঘের দল
আর একটা পালতোলা নৌকো

৫২

শান্ত পুকুর
হবু বাবা
পাথর টপকাচ্ছে

৫৩

বাড়ির পেছনে
বেড়ালটা প্রতিটি পা নাড়াচ্ছে সযত্নে
ভোরের শিশির

৫৪

যৌনস্বপ্ন থেকে
জেগে উঠলাম
ভাটার ঢেউ

৫৫

আমার বাবার কবরের
লতাপাতা থেকে
একটা গোপন প্রজাপতি দেখা দিল

৫৬

একটা সাদাকালো বেড়াল
ঘাসের ভেতর পেট
সাবাই দেখছে

৫৭

সৈকতে সুর্যাস্ত
সে ফিসফিস করে বলল কিছু
আর ঝলমল করে উঠল ওর কানের

৫৮

জেলের পাঁচিলের
ঠিক বাইরে
একটা ইঁদুরের ঢিপি

৫৯

ঠাণ্ডা বনের হ্রদ
আমি যেই অন্তর্বাস খুলেছি
একটা এঁড়ে হরিণের ডাক

৬০

কদিনের মধ্যেই কোকুন থেকে
একটা প্রজাপতি আমি খেয়াল করছি
আমার বিয়ে

৬১

স্বচ্ছ খাঁড়ির জল
মসৃণ পাথরের ওপর বইছে
কত অল্পবয়সী লাগছে ওকে

৬২

শরতে কাপড়মেলার দড়ি
ওদের দুজনের পাজামারা
একসঙ্গে জমে গেছে

৬৩

এখনও বইয়ের তাকে
ধুলোর ভেতর
আমার শাশুড়ির আঙুলের দাগ

৬৪

যাদুঘরের পূর্ব হাতায়
তিনজন বলিষ্ট লোককে
বুদ্ধ লক্ষ করছেন
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।