এই শুভ মুহূর্তে তোমায় প্রণতি জানাই
এই শুভ মুহূর্তে তোমার সাথে সখ্যতার পূণর্নবীকরণ করি,
তোমার ছোঁয়াতেই আকাশের কালো, নীল
তুমিই বলেছিলে দিনের অর্ধেকটা নরের হলে
বাকি অর্ধেকটা নারীর
তুমি এলেই সতীদাহের নগ্ন পূর্ণচ্ছেদ।
তোমার আদর্শ ব্জ্রকঠিন, অথচ ফুল তুলতুলে
তোমার আদর্শের ব্যাপন ঘটুক,
তোমার ভাবনায় উন্মুক্ত হয়ে
আমরা যেন উদ্দম ভাগিরথী ঝাঁপ দিতে পারি,
উৎকণ্ঠাকে আঙুলের ডগায় নাচাতে পারি
আর একটা স্নিগ্ধ সকাল আনতে পারি
যে সকালে মন্ত্রোচারিত হবে,
ভারতবর্ষ সূর্যের এক নাম
ভারতবর্ষ মানবতার এক নাম
ভারতবর্ষ ‘সাগরের’ এক নাম।