বারুইপুরে হাইস্কুলের জমি বেআইনিভাবে দখল করে রাস্তা করার অভিযোগ উঠলো। ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। পুরসভা জানিয়েছেন তারা কোনোরকম রাস্তা বানানোর নির্দেশ দেয়নি। কার বা কাদের মদতে ওই রাস্তা হচ্ছে,তা জানা যায়নি । ক্ষোভে ফেটে পড়েছে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। রীতিমত ব্যাপারটি নিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন শুভ্রজিৎ সেনাপতি। পুরো বিষয়টা তিনি স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও পৌর প্রধান শক্তি রায়চৌধুরীকেও জানিয়েছেন এবং স্কুল শিক্ষা দফতরেও জানিয়েছেন।