সাতেপাঁচে কবিতায় মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমায় না বলা কথা
কত দিন চলে গেছে তবু কত সংকোচ
কত দিন গাঁথা আছে মুক্তো মালায়।
মুক্ত হয়নি আজও মুক্ত
অথচ দুলেছিল স্তনযুগলে দুটি স্বাধীন মুক্ত ।
বাতাসের ঝিরিঝিরি শব্দ শুনিতে কি পাও?
কান মন পেতে রাখো শোনা যাবে হৃদস্পন্দন
কত কথা তোলা আছে বলা হলো না
কবে কোথায় বলা হবে তা জানি না ।
নদীর স্রোতের ফেনায় মেখে নিই ইচ্ছেরেণু।
সমস্ত পৃথিবী ঢেকে যাক অন্ধকারে
চাঁদের থেকে চেয়ে নেবো এক চিলতে জোৎস্না
মুখোমুখি শুধু বেঁচে থাক ওষ্ঠ যৌবন।
তোমায় না বলা কথা রয়েছে বাঁ দিক বুকের
আজীবন একই সুরে বেজে যাক দুটি তার।
কি গভীর গভীরে আছে সুখ সম্ভার
তোমার তো আছে আজ ও পূর্ণ ভান্ডার…..