সাতে পাঁচে কবিতায় স্বদেশ রঞ্জন মন্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বুক-পঞ্জরে তন্ন তন্ন খুঁজি “তোকে”
যা-কিছু তোর
আমার অনন্তে ডুব বুক-পঞ্জরে…..
এখানে তন্ন তন্ন খুঁজি উজানী বৈঠা বেয়ে
জমা আছে যত নক্সীকাঁথা শ্লোক আর জাদুকরি শ্লাঘা……
এ শহরে আজ আর ভালো লাগে না আমার
শুধু নীরবতা আজকাল মৃত্যুর পায়ে পায়ে
প্রতিটি পতনে প্রতিটি উত্থানে…..
অবশেষে যাকিছু আমার অনন্তে ডুব বলে জানি….সবই তোর দিনলিপি উপহার
এখানেই বসি বুক-পঞ্জরে বসে আঁধার খুঁজি রোজ রোজ সুবর্ণ রূপকথা…..
সন্তর্পণে ভেসে ওঠে গভীরে তোর অতল-মুখ