• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় রাহুল গাঙ্গুলী

কবিতা সিরিজ

করোনাকালীন লেখা ৯টি বাংলা শায়েরী

আয়নার দিকে তাকিয়ে দেখো
সে কখনোই মৃত নয়
মৃত নয়                   এটা জেনেই যে______
তোমার অস্পর্শে ~ লেগে আছে শুকনো ওম

জানলা → চোখ
পার্থক্য ~ স্রেফ কিছুটা কথার
রন্ধ্রঘটনায়        বৃষ্টিবর্ষা আবহাওয়া ______
কয়েকটা পতনশীল ~ উদগ্রাহী চরিত্র বিশেষ

ক্রমশো বিষাদ হচ্ছি
উতলবাচক ফুলাত্মা ~ গর্ভ থেকে স্নায়ু
কোষ-শরীরে কোষ
টানাটানা        বিয়োগবিরহ আভ্যন্তরীণ
কিছুটা সাদাময় ______
তুমুল বর্ষাদানা ~ চোখেমুখে।ঠোঁটে

১এ-১এ পরিযায়ী অবশেষ
স্পর্শহীন জ্যামিতি ______
ভাঙা স্ক্রু জুড়ে                     বরফসরফ ফ্রেম
দেওয়ালের আলতো পিঠ   ~  বায়ুলোব তাপ
শেকড়রেখা উচ্চতা              জল।খনিজ নুন

যেভাবে তাকিয়েছো ~ উলোটখেলার সমুদ্র
হাইওয়ে বরাবর || স্টেশন || বরাবর নেশা
অংশ- অংশতো
তাকিয়েছো বলেই               পুড়েছি বহুবার
জল কি কখনো আগুন পোড়ায়

হেঁটে যেতেযেতেই ~ মিশেছি আকাশমেঘ
যেভাবে ০|ভাসে চোখেচোখ
কিছুটা দূরত্ব কাটাকুটি
খানিক ওস্পার
শরীর যতোটা ~ ব্যর্থ হয় চাঁদ || আদিমের আগুন

জুড়ে আছি তবুও।যা যা হলো না
মুহূর্ত-শরীর ~ ডাহুক ডাক।নৈশব্দ সূত্র সংকলন
মুছে যাচ্ছে               স্লেট-পেন্সিল
গোছাকয়েক কবর-কামোড় শীত
ইদানীং ______
ভীষণ খিদে পায় ~ শাপলা-অলিন্দ।কম্পাস
অথচো                   মনে পড়ছে না কিছুই
ফুলকি ওড়ায় চেতনা|০

যেকোনে কালো খুঁজতে বললেই
চোখের চেয়েয় গভীর ~অদৃশ্য দৃশ্য-গভীরতা
টুপটাপ আকাশ
কুড়নো ছাই → স্মৃতি
এপারের কোনো নদী _________
ব্ল্যাকহোলস্ ভেসেভেসে।খোঁড়াখুঁড়ি সোঁদামাটি

ছোটোখাটো ~ তুমুল হয়ে উঠছে রান্নাঘর
পারদস্তর ভাঙচুর।আঙুলপ্রান্তে
সবিশেষ            তাপ।চাপ।উচ্চতা
মুখবন্ধ লেখা হলো ______
আরামকেদারা সময়।ক্লাসরুমে লুকোচুরি
থৈথৈ ~ অজস্র ফাঁকা কাগজ
                                                       || এরোপ্লেন ||
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।