সাতে পাঁচে কবিতায় রঞ্জন চৌধুরী by TechTouchTalk Admin · Published February 27, 2020 · Updated May 18, 2020 জীবন বিষয়ক চেনা পথ চিনে নেয় ঠিক আপন দরজা ডেকে নেয় তাকে যাকে সে নিজের মানচিত্রে হারিয়ে ছিল একদিন # ঘনিষ্ঠ আলিঙ্গনে উড়তে থাকে সময়ের পাড় গড়ে ওঠে ফের মনুষ্যমন বিনিময়ে সুখ দুঃখের কাছে যায় প্রতিপদে শুরু হয় তৎপর সেতুবন্ধন # চেনা পথ চেনা মুখ চেনা দরজা সাঁকোর ওপর মৃদু জলরাশির কলস্রোতে ছুঁয়ে থাকে ঘা শুকায় পরস্পর ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অন্তরা দাঁ January 14, 2021 by · Published January 14, 2021 · Last modified May 17, 2022