প্রতিদিন বলে,
“আজই শেষ”,
সে লজ্জা হতে চায় না,
অহঙ্কারী সে।
মাথা নীচু না করে,
নির্বাসন।
প্রতিনিয়ত আপস
করা,
লোভের জন্য
বিকিয়ে যারা,
চালাক যারা,
অট্টহাস্যে
আঙুল তোলে।
নামিয়ে আনতে
চেয়ে আস্ফালন।
নিষ্ঠূর, অতি নিষ্ঠূর
প্রিয়জন।
সহনীয়তার নির্ণয়,
রোজ ।
তাই
সে সিদ্ধান্ত নেয়,
ভাঙে।
ওঠে আবার সোজা
চলা শেখাবে।
আত্মজ অন্তত
চলুক সহজ চলা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন