• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় গৌরাঙ্গ মিত্র

তৃতীয়ার চাঁদ

অক্ষয় তৃতীয়ার শুভদিনে আজ, বন্ধুর বিবাহ পঁয়ত্রিশ বছরে পা দিল।
লকডাউন পিরিয়ড এ বন্দি না হলে,
পঁয়ত্রিশটি লাল গোলাপ দিয়ে বানানো তোড়া নিয়ে বন্ধুর বাড়িতে যেতাম।
কিন্তু যাওয়া যাবে না।
মাথার ওপরে ঝুলছে লক আপের ভয়। কী উপহার দিই-কী উপহার দিই-, ভাবতে ভাবতে তৃতীয়ার চাঁদ টিকে হোয়াটসঅ্যাপ মারফৎ বন্ধু আর বন্ধু পত্নীর বাড়িতে পাঠিয়ে দিলাম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।