আমার প্রেরণাটুকু নিয়ে ফিরে যাও…
বন্ধুত্বপ্রবণ এই গাছপালা, রোদের বিন্ন্যাস
লুকোনো পঙক্তিতে কয়েদ করে রাখা আছে শোকের নিশানী
যত পথ একত্রে হেঁটেছি
আর যতখানি পথ বাকি থেকে যাবে– থেকে যায় বলে
সে সব পথের নাম দেব আমি ‘বাইশে শ্রাবণ’
তোমার মনের দিকে হেলে যাওয়া শব্দস্রোতগুলো
আমাকে ডেকেছে… আমি কোনোদিন ফিরতে পারিনি
আমার চেতনাটুকু এইবারে নিয়ে ফিরে যাও…
নাহয় এবার তবে অবসর পেলে একবার
নম্বর ডায়াল করে
নীরবতা রেখো মুখোমুখি
বিলম্ব তবুও ভালো যদি জানি বন্ধুত্ব অটুট
ছুটে আসা স্মৃতিগুলো বরাবর সন্ধ্যা নেমে আসে
স্বর-সংশয় নিয়ে আমার কবিতাটিও হয়ে যাক ভীষণ ছোঁয়াচে
জানি, ওই টানারিক্সার গায়ে আজও আমাদের তবু
খানিক কবিতাবেলা ছুঁয়ে ছুঁয়ে আছে