পশরা সাজিয়ে যেভাবে তোমাকে তুলে আনি
কোনো অজুহাত ছাড়াই
সেখানে দাঁড়ি, কমা – সেমিকোলনের প্রশ্নই ওঠে না
বারংবার ভালোবাসতে গিয়ে যে বিরামহীন নদী
কিম্বা সূর্যালোকের মতো বিশুদ্ধতা
তা নিয়ে বিন্দুমাত্র সংশয় রাখিনি
সবটার মূলে যে আছে এক অভিন্ন হৃদয়
নীরবতার আগুনে পুড়লেও শেষ পুড়িয়ে যায় না
সেকথা তুমি না জানলেও
দীর্ঘপথ পরিক্রমা ঠিকই জানে
মায়া মোহের ভেতর যে কান্না চলে গেছে তার উত্তাপ কতটা…