সাতে পাঁচে কবিতায় আর্যতীর্থ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
। আমি ও পড়শী।
পড়শী’র অন্দরে উঁকি মারি খালি
এদিকে দেওয়াল কালো সনাতন ঝুলে,
ওদের আঁধারে মাপি কত গাঢ় কালি,
এ ঘরেও আলো নেই সেটা যাই ভুলে।
এখন রোজই সাজি ভয়্যার প্রবল
চুপিচুপি দেখে নিই পড়শীর ফাঁক,
ছদ্মতে কার ঘরে লুকায় ছোবল
পিটিয়ে বাজাই সেই রটনার ঢাক।
আমার আঙনে জমে শতযুগ ধুলো
শৌচের ময়লাতে বমি উঠে আসে
নিত্য জোটে না চাল, নিভু নিভু চুলো
প্রজন্ম মন দেয় আগাছার চাষে।
পড়শীর ঘরদোর দূরবীনে দেখে,
নাক সিঁটকিয়ে বলি নোংরা ভীষণ,
পাড়া ছেড়ে চলে গেলে ওরা প্রত্যেকে
তবে শেষ হতে পারে এত প্রদূষণ।
মুশকিল কি দেখো, জানলায় বসে
ওরাও জরিপ করে আমার এঘর
আমি নাকি ঘরময় নোংরার দোষে
পচিয়ে ফেলছি যত আসল শেকড়।
আমার আর পড়শীর এইটাই কাজ
এর ওর জাঙ্গিয়া খোলা রাস্তায় কাচি
দুটো ঘরে এত মল জমে গেছে আজ
সাফ লোকে আসেই না মোটে কাছাকাছি।
নিজেরাই নিজেদের ল্যাজ ধরে নাচি..