সাতে পাঁচে কবিতায় অভিজিৎ মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সমর্পণ
তোমাকে ভুলিনি মেঠো পথ, পরিযায়ী
পাখিদের উড়ে যাওয়া চোখে
তোমার সে অব্যক্ত কলরব
মনে পড়ে মনে পড়ে…
প্রতিটি সমর্পণে সে কী বিচ্ছুরিত আলো!
কে কার শরীরে ডানা মেলে উড়ে যায়?
শুনেছি কান্নার প্রতিশব্দে এখনও
জেগে ওঠো তুমি—
কুড়নো পালক হাতে, আমিও
স্পর্শ চিনি—দেখি—দূরের দেশে
সন্ধ্যে নামে কিশোরী করতল বেয়ে
জন্মের গভীরে আরও কত কত
দরজা জানালা পেরিয়ে
মৃত্যুর ছায়া যেরকম ভেসে ওঠে অতলে
অনন্ত ফসলের খেতে আমিও তো
বেঁচে আছি, আজন্ম সেরকমই কীট হয়ে—
নিজেকে মুছতে এসে বার বার যে
ভুল করে পুনর্জন্ম লিখে ফেলে, তোমার শরীরে
পাশাপাশি শুয়ে থাকে জ্যোৎস্না ও শালবন।