চুপচাপ,নিভৃতে নিজের ভিতর ডুব দিয়ে সাঁতার না কেটে একটা কঠিণ অপেক্ষা,যে অপেক্ষার কোনো তল নেই…শুরু আছে কিন্তু শেষ যে হবেই এমন শর্ত দিই নি নিজেকেও!
এই অপেক্ষার ভিতর আটকে পড়ে থাকার মধ্যে একটা দুঃখ বিলাসের সুখ থাকে।
কিছু যে পাবো বা কেউ যে ফিরবেই এমন জানা নেই…
তবুও একটা পথ চাওয়া আছে।
প্রতি সন্ধ্যায় সদর দরজায় একটা টিমটিমে প্রদীপ জ্বালানো আছে কিংবা প্রতিটা উত্তরের একটা না বলা প্রশ্ন আছে।
যাওয়ার আগে যে চুপিচুপি বলে গেলো ফিরবো কী না জানি না!তবুও আমাকে তোমার লেখায় বাঁচিয়ে রেখো…
এমন মানুষের জন্য একটা অপেক্ষা তুলে রাখি আর খানিক সময় গুনে রাখি…