টেক টাচ টকের হইচই নিয়ে এলাম আবার। সাহিত্য জগতের এক স্থায়ী শূন্যস্থান তৈরি হল সম্প্রতি। নবনীতা দেব সেনের কলমের হাস্যরস ও কৌতুকপ্রবণতা এবং সহজ, সরল, সাবলীল ধারাটি আমরা চিরতরে হারালাম। অবশ্য রয়ে গেল তাঁর সৃষ্টি। প্রাণপ্রাচুর্য্য ছিল তাঁর শক্তি। যে শক্তির জোরে অকাতরে সকলকে লেখালেখিতে উৎসাহ দিয়েছেন। আমার মতো অনেকের কাছেই তিনি ছিলেন আদর্শ। এখানে এসে, সামান্যতম হলেও চেষ্টা করছি, সেই হাস্যরস, বাঙালির যা ছিল এককালে সম্পদ, বাঁচিয়ে রাখার। সবাইকে সঙ্গে নিয়ে এই আমার হাসিখেলা, এই আমার নিবেদন।