শকুনের দল অপেক্ষা করে থাকে অর্ধমৃত বাচ্চাটার মাংসের লোভে। যেন মাংসের খাওয়ার সাথে তার অস্তিত্ব রক্ষার লড়াই। একে অপরকে না মেরে কোনোভাবেই যেন তৃপ্তি পাওয়া সম্ভব নয়। এ দেশের শাসকদলও তেমন। এ রাজ্যের শাসকদল পতুল নাচটা ভালোই জানে। কিভাবে পুতুলের পুতলে ঝগড়া বাধিয়ে গল্প এগিয়ে নিয়ে যেতে হয় তা ভালো করেই জানে তারা। চশমার ফাঁক দিয়ে দেখে নিতে হয় ব্যবসায়ীর না ভালো থাকাটাকেও। গরীব মরুক, ফুটপাত বাসি মরুক। মরুক বেজাতেরা, মরুক সত্যিবাদীরা। গরীবের মৃত্যুতে কেবল কাক আসে দেখা করতে। কথিত আছে যম তার দূত পাঠায় মরার আগে। আর আমাদের দেশে যমদূত আসে রেশনকার্ড দেখতে। চোখে চোখ রেখে কথা বলতে যারা ভয় পায় তাদের কে ভয় পেয়ে লাভ কি? তাদের আমি করুণা করি। এখানে চটি পরে চলতে গেলে টাকা লাগে। এখানে বই পড়তে গেলে ঘুষ লাগে। এখানে লেখালিখি জানলে রিভলভার লাগে। এই বুঝি কলমের ঘা মেরে দিলো তাদের, যারা কখনো আপোষ করেনি।