মেহেফিল -এ- শায়র শঙ্খচূড় ইমাম
ব্রীকফিল্ডের লাল ইট
অতঃপর মাটি ব্রিকফিল্ডে নিজেদের
ভাঙে
গড়ে
আপডেট হবে বলে পৃথক পৃথক
জ্বলে
পোড়ে
লাল আগুনে খেউড়ি-খিস্তি খেয়ে
লাল লাল ইট হয়
শক্ত-সুশক্ত হয়
আকাশ ছোঁবে বলে ব্রিকফিল্ডের লাল ইট একত্রিত হয়ে সুউচ্চ টাওয়ার হয়। অথচ আকাশ ছোঁয়া হয় না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পোড়ে বৃষ্টিতে ভেজে আর তাদের দেহে একদল কাউয়্যা বসে কা কা কা আ আ আ করে, যাদের আমরা কাক বলে চিনি।