মেহেফিল -এ- শায়র রুদ্র অয়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ জন্ম দিতে
জন্ম হলো যাঁর
জাতির জনক বঙ্গবন্ধু
ধন্য জীবন তাঁর।
যতদিন রবে বাংলাদেশ
মেঘনা যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তাঁর
শেখ মুজিবুর রহমান।
সতেরো মার্চ প্রতি বছর
আসে ঘুরে ফিরে,
মানসপটে মুজিব হাঁসেন
লক্ষ শিশুর ভিড়ে।