বিশ্ব কবিতা দিবসে রাজু দাস by · Published March 21, 2020 · Updated August 23, 2020 অগ্নিহোত্রী হাতে তুলে ধরবো কলম থাকবে দোয়াত কালি ও সাদা কাগজ, সঙ্গী হবে শব্দ আর দৃঢ় সংকল্প লিখবো এক নতুন রূপ কথা, অগ্ৰদূত দেবে মিথ্যা ভাষণ আমরা করবো মৌন মিছিল, দিকে দিকে হবে শুধু রণকৌশল আর প্রতিবাদী মুখ নেতৃত্ব দেবো কেবল আমি, দেহে ঝরবে রক্ত হবে ক্ষত-বিক্ষত থাকবে পথে লাশের কফিন পিছু হাঁটতে নারাজ পায়ের গতি। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল February 11, 2022 by TechTouchTalk Admin · Published February 11, 2022