বিশ্ব কবিতা দিবসে মীনাক্ষী লায়েক
ঝুমুর-ফুল
কান্হার বাঁশি আগল খুলে দিতেই
গাছেরা প্রশ্রয় দিয়েছিলো
তারা তর্জনী তোলে নি, সরীসৃপেরা মাথা তোলেনি
গোপীনীরা অন্ধ বিশ্বাসে ছুঁয়েছিলো কৃষ্ণের হাত!
কানহা রাইকে বললো —
রাঙা পলাশ যেমন ছুঁয়ে থাকে নিষ্পত্র ডালটুকু
নদীপ্রান্ত ভেজায় নরম মাটি
এর নাম ভালোবাসা,
আমার মুখের বাষ্প ঘুরপাক খায়
বাঁশির অভ্যন্তরে, আলোড়ন তোলে,
বাঁশির ছিদ্র দিয়ে মুক্তি খোঁজে
এর নাম আসঙ্গ।
রাধা গুলিয়ে ফেলে ভালোবাসা, প্রেম, আসঙ্গ
সব নারীই গুলিয়ে ফেলে, আধুনিকাও,
জল ভরতে যাওয়ার অছিলায় কলসীসমেত শুকনো ডাঙায় আছড়ে পড়েছে কতবার!
প্রচন্ড কৃষ্ণমেঘের মাঝে বিদ্যুৎরেখার মতোন
কানহার পীত উত্তরীয় চোখে হারায়
বিরহে বিলাপ করে, বিলাপ ঝুমুর-ফুল হয়।