রোজ রোজ এক পৃথিবী লিখব ভাবি,
হাবিজাবি লিখিও,কিন্তু মুছে ফেলি!
লেখার জন্য আমার একজন মানুষ প্রয়োজন…
আজকাল শুধুই মানুষ হারাই,
রোজ নতুন করে পাবো ভাবি যাকে,
তাকেই হারাই রোজ রোজ…
তাই লিখতে বসেও ভাষা হারাই,হয়তো ইচ্ছে করেই কথা ভুলি!
পাছে সমস্ত কথা কেউ শুনে ফেলে…
কানে কানে কথা রাখার কথা বলেও,কতো কথাই তো রাখি না কেউ,
তাই কথাও বন্ধ হোক…
লেখাও গতি হারাক মাঝে মাঝে!!!
আর কোনো চার লাইনের কবিতায় নিজেকে খুঁজবো না!
ডাকবো না কোনো মানুষকে!
আমি এখন শুধু একেক জন মানুষ পেরোতে চাই…