বিশ্ব কবিতা দিবসে জবা ভট্টাচার্য
by
·
Published
· Updated
কবিতা উৎসবের কবিতা
এমন ফুরিয়ে যাওয়া মেয়েবেলা আজ
এমন অমানিশির চাঁদের মতো অবলুপ্ত
জ্যোৎস্নারা, আবছা লেগে আছে ঠোঁটে—
শরীরের রাজ্যপাটে সময়ের ভাগ বাটোয়ারা
বুকে পিঠে বিষাদের দাপট নিয়ে বসে থাকা।
তবু কোথা থেকে যেন সুখ এসে বসেছে মাথায়
কতো আলখাল্লা আসে ,গান গেয়ে যায়।
রামধনু মেয়ে যায় মোমগলা ঘরে—–
না বলা কথারা,গুনগুন করে চুলের ভিতরে–
রাঙা আঁচলের গিঁঠ খুলে ঝরে পড়ে জলছবি লজ্জা।
ছুটন্ত ঘোড়ার চলন চামড়ার ভেতর অস্থির আবেগে
বৃষ্টিপথ ছুটে যায় ও পারের অভয়ারণ্যে বেপরোয়া
শাড়ির ভাঁজে ভাঁজে খেলা করে আদর আতর শীৎকার
সব ভেঙেচুরে আজও আসে সর্বনাশা বসন্তের
নির্মম প্রণয়োল্লাস।