দেহাতি মেয়েটির মনে প্রেম জেগে ছিল কোনও এক বসন্ত পলাশে
রোগা জীর্ণ শুকিয়ে আসা শরীরও তখন চিক চিক করছিল
ঠিক যেন দোতলা বাড়িটির পাশে গ্রীষ্ম ছিঁড়ে দেওয়া একপশলা বৃষ্টি
#
তার স্থির দুটি চোখ, তিরতির কেঁপে ওঠা বুক
আনন্দ বিহ্বল হয়ে অভিভূত—
প্রথম দেখেছিল পৃথিবীর সমূহ রং
#
অস্ফুট কথা ফুটেছিল তার শুকনো ঠোঁটে
যে কথার ভাষা ও আওয়াজ বুঝেছিল প্রেমিক প্রকৃতি
#
অন্ধকার বস্তির গহ্বরেও ফাল্গুন আবির দিয়ে গেছে