পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে, এটা কবিতা নয়
মানুষ ঘুরপাক খাচ্ছে, এটাও কবিতা নয়
কবিতা হল মানুষ এখন গোলাকার হতে হতে
নিজেরই দিকে ঝুঁকে পড়ছে
নিজের মাথা দিয়ে স্পর্শ করছে লেজ
পাশের কিছু দেখছে না ভাবছে না পড়ছে না
ভাবছে নিজেই সে একশো এক ঈশ্বরের সেরা
যে মাতাল ঘুরপাক খেতে খেতে গড়িয়ে পড়ছে ড্রেনে
যে ভিখিরির কিডনি নিয়ে তাকে রাস্তায় ফেলে গেল দস্যুরা
তারা আমাদের কেউ নয়, তবু প্রতিদিন
কিছু হারিয়ে যাওয়ার বিষাদ আমাকে ঘুম থেকে ওঠায়
বিদ্রোহের রসদ দিয়ে অস্থির করে
চরতে পাঠায় মানসিক খাবার সংগ্রহে
আসলে কবিতা হল ওই খিদে
যা না থাকলে অবসাদ ও মৃত্যু
যা না থাকলে প্রেম দরজা থেকে ফিরে যায়
ওই ফিরে যাওয়াটুকু দ্যাখো এই ঘুরপাকেরই অঙ্গ
কিন্তু দাঁড়িয়ে থাকার অপেক্ষার ভিতর
একটি সৃজনও কেমন ঘনিয়ে ওঠে
ওকে দেখতে ঠিক আলোক সরকারের নিভৃতির মতো
অথবা রণজিৎ দাশের উদ্ভাসিত গভীরতা