বিশ্ব কবিতা দিবসে উজ্জ্বল সামন্ত
by
·
Published
· Updated
শব্দের শরীর
বেঁচে আছে শব্দের শরীর ছুঁয়ে অন্তরাত্মার গভীরে
লাট্টুর মত ঘুরপাক খাচ্ছে জীবন বৃত্তের কেন্দ্রে
মহাশূন্যের ব্লাক হোলে হঠাৎ মহাবিস্ফোরণে
শব্দের নীহারিকার খোঁজ কি শেষ হয়েছে
শব্দের শরীরে মনের উতাল পাতাল ঢেউয়ে
খাবি খাচ্ছে নিজের অস্তিত্ব রক্ষার সংকটে
শব্দের জোয়ার ভাটায় আকুলতা বাঁচার তাগিদে
শব্দের ফেরিওয়ালা খাঁচাবন্দি বই পৃষ্ঠা জুড়ে
শব্দের শরীর কখনো দৃশ্যমান অশরীরে
নিত্য তার আসা-যাওয়া খাঁচার ভিতরে বাইরে
শব্দের শরীর আজ বিকিয়ে যাচ্ছে প্রাচুর্যের আড়ালে
মৃতসঞ্জীবনীর অন্বেষণে শব্দ শরীরে দৈন্যদশায় মুক্তিতে