বিশ্ব কবিতা দিবসে অনুপম দাশশর্মা
by
·
Published
· Updated
অকালবোধন
মুছে দিয়েছি সমস্ত যোগাযোগের চিহ্ন
পথের দুই পাশে যেসব ঝাউগাছ ছিল
সেখানে বসিয়ে রেখেছি অনন্ত নীরবতাকে
ভূমি ছুঁয়ে আছে বেদনার মুখ
কপালে তার মহাকালের বিস্ময়বোধক টিকা
জ্বলজ্বল করছে আপাদমস্তকে
ক্ষীণস্বরে দূরে একটি ঘুঘু কেবলই পাক খায়
শুকনো বাতাসে।
তুমিও নেমে এসেছিলে বিরক্তির সহজ মুক্তিপত্র হাতে
লেখা ছিল না কিছু
কারণ জমাকৃত লেখায় বৈপরীত্যের সাহস থাকে
সবুজ শান্ত পরিসরে।
মুছে দিয়েছি শেষ সংলাপের রেণু লেগে থাকা
গোলাপি দেওয়াল
বৃষ্টি নেই তাই কল্পিত খন্ডমেঘ হাত নেড়েছিল
অথচ যুদ্ধের সম্ভাবনা ছিল বিস্তর
ভূমি থেকে উচ্চতায় ওঠেনি প্রতিশোধের ক্ষেপনাস্ত্র
কারণ, অতি আহ্লাদের পটভূমিতে রেখেছিলাম
আমার দ্বিধাহীন প্রত্যয়
তুমি কী একবার অন্তত অকালবোধনের তাৎপর্য বুঝবে ?