পড়ে পুণ্যবানে আদ্রীয়মান মিত্র
জয়তু শ্রী শ্রী মা
জয়তু বিশালাক্ষী…
মহাবিদ্যা সম্ভারে বিদ্যার ত্রয় রুপ উল্লেখযোগ্য যথা “কালী তারা চ সুন্দরী বিদ্যাশ্রেষ্ঠ ইরিতাঃ”(শাক্তকৌমুদী পরিভাষিকা খঃ ২).আবার মহাকাল সংহিতার অনুস্মৃতি প্রকরনে বলা হচ্ছে-ষড়াম্নায়ে অনেক বিদ্যা প্রকাশিত হলেও তারা যুগনির্ভর ফলপ্রদান করে থাকে । এঁদের মধ্যে কালী , তারা ও ত্রিপুরসুন্দরী বিশিষ্ট। এদের মধ্যে কলিতে কালী শ্রেষ্ঠ যথা-
” ষড়াম্নায়ে দেবেশি ভূয়স্য সন্তি দেবতা।
তাসু কাশ্চিৎ কৃতযুগে ত্রেতায়াং কাশ্চিদীরিত।।
দ্বাপরে ফলদা কাশ্চিৎ কলৌ কাশ্চিৎ ফলপ্রদা।
চতুর্যুগেষু ফলদা দশবিদ্যা ময়েরিতাঃ।।
তাসু তিস্রো বিশিষ্যন্তে কালী তারা চ সুন্দরী।
তিসৃষ্বপি শিবে তাসু কলৌ কালী বিশিষ্যতে।।”
জয়তু শ্রী শ্রী মা
জয় বাশুলী চণ্ডী
জয়তু কালিকা
অথ কালী কৈবল্যদায়িনী——-
বিদ্যা শ্রেষ্ঠতা-,
নির্বান তন্ত্রে ১০পটলঃ-
নিত্যানন্দপরা দেবী কালী কলিপ্রকাশিণী।
আদ্যা শক্তি র্মহাকালী দেবনির্মাণকারিনী।।
জায়ন্তে চ ক্ষিতৌ ব্রহ্মা যস্যাং পৃথ্ব্যাং প্রলীয়তে।
তোয়াচ্চ বুদ্বুদং জাতং যথা তোয়ে বিলীয়তে।।
জলদে তরিদুৎপন্নং লীয়তে চ যথা ঘনে।
তথা ব্রহ্মদয়ো দেবাঃ কালিকায়াং প্রজায়ন্তে।।
তথা প্রলয়কালে তু পুনস্তস্যাং প্রলীয়ন্তে।
শক্তিজ্ঞানং বিনা দেবি মুক্তির্হাস্যয় কল্পতে।।
একাংশেন ভবেদ্ ব্রহ্মা একাংশেন জনার্দ্দনঃ।
একাংশেন ভবেচ্ছম্ভুঃ কালিকায়াঃ সুলচনে।।
অপরা সা মহাকালী নদ্যাদীনাং সমুদ্রবৎ।
গোষ্পদে চ তথা তোয়ং ব্রহ্মাদ্যা দেবতাস্তথা।।
গোষ্পদং কিং ন জানীয়াৎ সমুদ্রস্য জলং শিবে।
তেন ব্রহ্মা ন জানাতি বিষ্ণুঃ কিং বেত্তি শঙ্করঃ।।
সৃষ্টিকর্ত্তা যদা কাল্যাং তন্যন্তে চ সুরাদয়ঃ।
তদা প্রলয়কালে তু পুনস্তস্যাং প্রলীয়তে।।
দক্ষিণা কালিকার দক্ষিণে অবস্থান হেতু-
তদৈব তন্ত্র পটলঃ-
অতো নির্ব্বাণদা কালী পুরুষঃ স্বর্গদায়কঃ।
দক্ষিণস্যাং দিশি স্থানে সংস্থিতশ্চ রবেঃ সুতঃ।।
কালীনাম্না পলায়েত ভীতিযুক্তঃ সমন্ততঃ।
ততঃ সা দক্ষিণা নাম্না ত্রিষু লোকেষু গীয়তে।।
পু্রুষো দক্ষিণঃ প্রোক্তা বামা শক্তি র্নিগদ্যতে।
বামায়া দক্ষিণা জিহ্বা মহামোক্ষপ্রদায়িনী।।
অতঃ সা দক্ষিণা নাম্না ত্রিষু লোকেষু গীয়তে।
সে বৈশ্বরী যা মহাবিদ্যা কালিকা জগদম্বিকা।।
সাকাররূপা সা দেবী চণকাকাররূপিণী।
হস্তপাদাদিরহিতা চন্দ্রসূর্য্যাগ্নিরূপিণী।।
“নাচে শম্ভু বক্ষে শম্ভুগামিনী”-আলীঢ়া প্রত্যালীঢ়া তত্ত্বার্থ
গুপ্তসাধনে ৬পটলঃ-
দেব্যুবাচ-
আলীঢ়ং কীদৃশং নাথ প্রত্যালীঢ়ন্ত্তু কীদৃশম্।
কথং সা দক্ষিনাকালী শ্মশানলয়বাসিনীম্।।
দেবী প্রশ্নস্যোউত্তরম্-
আলীঢ়ং বামপদন্ত প্রত্যালীঢ়ন্ত্তু দক্ষিণম্।
সংহাররুপিনী কালী জগন্মোহনকারিনী।।
বহ্ণিরুপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়ঃ।
অতএব মহেশানী শ্মশানালয়বাসিনী।।
আলীঢ়পদা সা দেবী প্রত্যালীঢ়া ক্ষনে ক্ষনে।
অনন্তরুপিনী শ্যামা কো বক্তুং শক্যতে প্রিয়ে।।
“কলিতে কালী”—-নাম প্রশংসা–,
পিচ্ছিলা পূর্বভাগ ২য় পটলঃ-