মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা।
প্রায় তিনহাজার বছরেরওবেশি সময় ধরে চলে
এর উত্থান। খ্রিস্টপূর্ব ৩১ অব্দে রোমানরা মিশর দখল করে এই সভ্যতাকে তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। শেষ হয় ফারাওদের রাজত্ব।
প্রায় তিন হাজার বছর ধরে মিশরের এই প্রাচুর্যের দায়িত্ব নিয়ে আসছিলো এই চোখ। প্রাচীন মিশরীয় পুঁথি থেকে তাই জানা যায়।
প্রাচীন মিশরীয় শিলালিপি,পুথি, চিত্রকর্ম, পিরামিডের দেয়াল, যুদ্ধের রথ থেকে নৌকা সবেতেই আঁকা থাকত এই রহস্যময় চোখের প্রতীক। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত এই রহস্যময় চোখ তাদের সভ্যতাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে।