বাবা তুমি আমার স্বপ্নের রাজ্যের রাজপুরুষ
তুমি আমার বুকে ভালোবাসার জোৎস্নার আলো ফুটিয়েছ,
সে আলোতে চিনতে পেরেছি আমি উদার আকাশ,বাতাস,খেয়ালি পৃথিবীকে।
সবুজ সুখের আয়নায় তুমি আমাকে দেখিয়েছ স্কুলের ঝকঝকে উঠোন,
শিখিয়েছ গোধূলিতে ফুটে থাকা মানবিকতার রঙিন উত্তর।
আজ আমার বোধের দরজায় কড়া নেড়ে যায় সাবলম্বী সংসার,
সে সংসার আমাকে নিয়ে যায় কষ্টের বসুধা পেরিয়ে জীবন জয়ের ঠিকানায়।
বৃষ্টির উদাসী দুপুর -রাত কেড়ে নিয়ে যায় তোমার থেকে ত্যাগের সকাল!
আমি তোমার দেখানো পথে খুঁজে পাই সমৃদ্ধির চরম শিখর।
তোমার সহজ-সবুজ ছায়া আমাকে আগলে রাখে প্রতিটি প্রভাতের সূচনায়,
হৃদয়ের খোলস থেকে জন্ম নেয় এবার আমার পিতা হবার পরিচয়,
ক্ষুধার রাজ্যে ঈদের চাঁদকে তুমি দেখেছিলে একদিন রুটির মতো !
অভুক্ত থেকেও আমার পাতে তুলে দিয়েছিলে খিদেজ্বলা সে উপহার,
আমি খেতে খেতে বলেছিলাম বাবা আমার আজ খিদে নেই তেমন!
তোমার চারিদিকে ঘনিয়ে এসেছিল এক বুক ধারালো অন্ধকার!
তবে তোমার দেখানো পথ আমি আজও ভুলিনি,এখনো সে পথেই আমি এগিয়ে চলেছি স্বপ্ন জয়ের ঠিকানায়।