“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় অমিত পাটোয়ারী
by
·
Published
· Updated
তোমার অংশুক , গৃধিনী তোমার
রক্তেই শুধু উজ্জ্বল
তুমি মিথ্যুক
তুমি বন্দি
তুমি অন্তিম কাটা মাংসে
শীতার্ত সব অন্ধ
তুমি প্রাজ্ঞ
তুমি আংশিক
তুমি ভিনিগার দিয়ে করো স্নান
স্নানের আগে আঠেরো ঘন্টা। আমায় দেখতে মায়ের মতো!
ফোয়ারার নীচে চিৎকার
তুমি ভঙ্গুর
তুমি শৈশব
তুমি স্থানাঙ্কলোক জ্যামিতি
কুয়াশায় নীরবিন্দু
তুমি হংস
তুমি ঝঞ্ঝাট
তুমি আলোকবর্তিকার গান
দু’বেলা খুনের আগে করবোনা , রেপ করবোনা। রেপ করবোনা। রেপ করবোনা। আমি রেপ …
জঙ্ঘার মতো উদ্যান
তুমি দৌড়বীর
তুমি চঞ্চু
তুমি মানুষজনিত শবাধার
বৈরাগ থেকে পদতল
তুমি উর্বর
তুমি ভল্ল
তুমি ক্লীবত্ব রাগে ছিঁড়ছো
চাইনা বাহাত্তর। আটচল্লিশ চাইনা। চাইনা চব্বিশ। চাইনা দাম্পত্যে , চাইনা , চাইনা …
জন্মের ভীড়ে বৃদ্ধ
তুমি বিস্বাদ
তুমি দীর্ণ
তুমি অতীত জন্মদন্ড
অথর্ব মানে শক্ত
তুমি ঠান্ডা
তুমি উন্মাদ
তুমি বীর্যের ঘরে ফিরছো
পুরুষের ক্রিম মাখো। বাঙালি পুরুষ ফর্সা হ’লে কৃষ্ণকলিরা খায় কুমিরের ডিম —
রক্তই তবু উজ্জ্বল
তুমি মিথ্যুক
তুমি বন্দি
তুমি অন্তিম কাটা মাংসে