“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় মানস চক্রবর্ত্তী
by
·
Published
· Updated
পুরুষ
পুরুষকে কখনো কাঁদতে দেখেছ ?
দেখেছ তার চোখের জল ?
শুধু মিথ্যা সান্ত্বনা আর অভিমান নিয়ে
জানতে চেয়ো না পুরুষ কিভাবে বাঁচে |
টাকা রোজগার পুরুষের একমাত্র কাজ নয়
নতুন প্রত্যয়ে সে কিছু বলতে চায়
হতে পারে বিপ্লবের গান
হতে পারে একদল বুভুক্ষ মানুষের প্রতিবাদী চিৎকার
পুরুষ শুধু প্রেমিক নয়
না পাওয়ার বেদনা যদি তার উত্তেজনার পারদ ছাড়ায়
কেন বলবে তাকে দেহদ্রোহী ?
স্বাধীনতা কোনো ভিক্ষাপ্রাপ্ত অন্ন নয়
মানুষ কোনো নাটকের কুশীলব নয়
পুরুষ কোনো পুঃলিঙ্গ বাচক প্রতীক নয়
আদ্দির পাঞ্জাবী পরা নাদুস নুদুস চেহারা
যাকে আমরা দেখে থাকি
মঞ্চে , বাসস্টপে , থিয়েটারে অথবা
সিগারেট বা পকোড়া খেতে খেতে রাস্তা পেরোতে
তাকে তুমি পুরুষ আখ্যা দিয়ো না |
কেবল সাড়ে তিন হাত অবয়ব নিয়ে
পুরুষ তৈরি হয় না ,
পুরুষ হলো একটি সত্ত্বা
একটি আমৃত্যু অপার সংগ্রাম