“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় শীলা বিশ্বাস
by
·
Published
· Updated
ঝুরিগুলি রাখে বিছিয়ে
ঝড় সামলে অসহায় অথচ ঋজু
ঝুরিগুলি রাখে বিছিয়ে…
সমাপতিত ত্রিবিন্দু
কে কাকে জড়িয়ে…
জলহাওয়া ভাঙে পানকৌড়ি , মাছরাঙা,
ধীর সকাল, আরো ধীর সন্ধ্যা, নিশ্চুপ
অবন ঠাকুর কিংবা ফ্রিদা কাহলোর ছবি থেকে
রঙ ঢেলে দিলাম জলে
সংসার জল গড়ায় খাদে
এইসব ছবি জানে কি?
তবু কী মায়ায় ধারণ করে এক ছায়াছবি যেন
ছায়া আর মায়া দুই অবিবাহিত দিদি,
মায়ের মতো…
সূর্য ওঠা ভোর আর অস্তের গোধূলিরঙ
ছেঁড়া গামছায়, আঁচলে, গলে যায় কতক
বাবা আমার বুড়ো বট ছায়ায় ও মায়ায়
ঝুরিগুলি রাখে বিছিয়ে…