আমি ভগবানকে দেখেছি ছবিতে
দেখেছি অনেক মূর্তিতে ;
বাস্তবে এক ভগবানকে দেখেছি
পাশে পেয়েছি সর্বক্ষণ,
সাথে পেয়েছি বিষাদে,পেয়েছি ভূর্তিতে।
যেদিন হাঁটতেও শিখিনি,সেদিন
হাত ধরে তিনি আমায়
পথ চলা শিখিয়েছেন।
আজো অফিস হতে
বাড়ি ফিরতে একটু দেরি হলে
তিনি বার বার কল করেন।
অসুস্ত হলে যিনি হাজার বার বলেন
ডাক্তার দেখাতে,,,,,,
বলেন নিয়ম মেনে ঔষধ খেতে।
যিনি প্রেরণা যোগান প্রতিটা কাজে
তারই পরিচয়ে পরিচিত এ পৃথিবী মাঝে।
তিনি আর কেউ নয়,
তিনি একান্ত শান্তির আশ্রয়
তিনি মম পিতা ,চির অনন্ত ধন