পুরুষ কখনো সন্তান, পিতা, ভাই,
কখনো প্রেমিক -সখা, অবলম্বন চরিত্রে
ব্যক্তিত্ব পৌরুষত্বের গাম্ভীর্যের অহংকারে,
সংসারের গুরুভার দায়িত্ব কর্তব্য পালনে
তৎপর নিজের সুখ শখ-আহ্লাদ বিসর্জনে ।
পুরুষ কি কেবল একলা কর্তব্যে সংসারে
একলা পুরুষ পিতা নবজন্মের সৃষ্টিতে
পুরুষ কি কেবলই যন্ত্র অর্থ রোজগারের
অশ্রু কি কখনো আসেনা তাঁর কঠিন চোখে ?