• Uncategorized
  • 0

“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় মিলন কুমারমাজী

বাবা

বাবারা গাছ হয় ;
শিকড় দিয়ে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে মাটি,
বহু পথ হেঁটে রসদ জোগায় পাতা,ফুল,ফলে;
পাতার রান্নাঘরে উনুনে হাঁড়ি বসে বাবার কায়িক শ্রমে,
ফল,ফুল হেসে ওঠে বাবার নোনা ঘামে।
বাবারা পাহাড় হয় ;
প্রতিবন্ধকতাকে হান্সের মত দমিয়ে রাখে,
অমলিন হাসি টপকে ব্যাথা খোঁজা দায়,
পাহাড়ের বুকেও জমাট কান্না থাকে;অদৃশ্য ;
আসলে কাঁদলে কি আর বাবা হওয়া যায়?
বাবারা আকাশ হয় ;
যখন খোলামাঠে ছুটে বেড়ায়, বাবারা দেখে;
রোদ,ঝড়,বৃষ্টি দেয়; আগামীকে গড়ে তোলে ঋদ্ধ,
সময়ের অনুপাত মেলেনা,বাবারা কভু হয় না তো বৃদ্ধ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।