“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় অর্ণব কর্মকার
by
·
Published
· Updated
ব্যাক কাভার
রৌদ্র, ধূলিঝড় আর বন্যার দাপটে
দুরুদুরু বুকে কেঁপে উঠছিল
ছোট্ট একটা বিশ্ব, হাতের মুঠোয়;
কীভাবে বয়ে বেড়াবে ডারউইনবাদ?
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি
কোমলতার স্পর্শ পেয়ে অতি মসৃণ,
যেন কোনো জোনাকি-পোষাক-পরা
তেঁতুলের ঝোপ, চুরি-চুরি ভয়ে দাঁড়িয়ে।
মাঝেমাঝে সিস্টেমে গোলযোগ এলে
মনে হয় এই বুঝি ছিঁড়ে গ্যালো তার
ভেঙে গ্যালো শিল্পীর ফিনিসিং টাচ
অজস্র আঘাতের পরে। কী হবে!
এসবের ভয় কম ক’রে
বিজ্ঞাপনের মতো চেপে ধরে
ব্যাক কাভার।
অনেকে আবার তাকে
কলঙ্কহীন পুরুষ বলে ডাকে।