নাসার নভোশ্চর ক্রিস্টিনা এক বিস্ময় কন্যা।
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মহা শূন্যে ৩২৮ দিন রেকর্ড করলেন ক্রিস্টিনা কচ। ৩২৮ দিন মানে প্রায় ১১মাস আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS)কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ক্রিস্টিনা কচ। কাজাকাস্থানে তখন সময় ৩:১২ মিনিট। রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের কমান্ডার আলেকজান্ডার ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোশ্চর লুকা পারমিতানর সাথে মাটিতে পা রাখলেন ক্রিস্টিনা। প্যারাসুট থেকে সযত্নে নামিয়ে আনলেন সোনার মেয়েকে মহাকাশ বিজ্ঞানীরা। স্কট কেলির পরেই রেকর্ড গড়লেন ক্রিস্টিন। মার্কিন মহাকাশচারিদের মতে এটা দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান।
ভজন দত্ত